Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Activities

সম্প্রতি কর্মকাণ্ড: (বিগত ০৩ বছর):

            শার্শা উপজেলায় ভূমি উন্নয়ন কর সাধারণ ৩,৭২,১৫,৭৪৩/(তিন কোটি বাহাত্তর লক্ষ পনের হাজার সাতশত তিতাল্লিশ) টাকা ও সংস্থা ৩০,১৯,৭১৪/-(ত্রিশ লক্ষ ঊনিশ হাজার সাতশত চৌদ্দ) টাকা, ভিপি লীজ মানি বাবদ ১1,92,893/-(এগারলক্ষ বিরানব্বই হাজার আটশত তিরানব্বই) টাকা আদায়ের পাশাপাশি কর বহির্ভূত রাজস্ব খাতে ১,৩৮,১৮,৭৩৫/-(এক কোটি আটত্রিশ লক্ষ আঠার হাজার সাত শত পঁয়ত্রিশ) টাকা আদায় করা হয়েছে এবং নামজারী কেসের মাধ্যমে ১০,৪৪৫টি খতিয়ান সংশোধন করা হয়েছে। ১৪5টি ভূমিহীন পরিবারের খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে। ৩৩টি হাট বাজার এবং ১২টি জলমহাল ইজারা দেয়া হয়েছে। উপজেলা ভূমি অফিস, শার্শাকে ই-মিউটেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকল ইউ.এল.ও, ইউ.এল.এস.এ.ও ও উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।