Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements
উপজেলা রাজস্ব প্রশাসনের বিগত এক বছরের উন্নয়নের সংক্ষিপ্তসার:   
ক্রমিক নম্বর উন্নয়ন কাজের বিবরণ মন্তব্য
০১. উপজেলা ভূমি অফিস, শার্শা, যশোর এর ভবণ ঊর্দ্ধমুখী (দ্বিতীয় তলা) সম্প্রসারণ
০২. উপজেলা ভূমি অফিস, শার্শা, যশোর এ আগত সেবা প্রত্যাশীদের বিশ্রামের জন্য “কিছুক্ষণ” নামীয় দৃষ্টিনন্দন অপেক্ষাগার নির্মাণ।
০৩. সৌন্দর্য বর্ধনের জন্য উপজেলা ভূমি অফিস, শার্শা, যশোর অফিস চত্ত্বরে শাপলা ফুলের সুদৃশ্য ফোয়ারা নির্মাণ।
০৪. উপজেলা ভূমি অফিস, শার্শা, যশোর এ রেকর্ডপত্রাদি সুশৃঙ্খলভাবে সংরক্ষণের জন্য  আধুনিক রেকর্ডরুম নির্মাণ।
০৫. উপজেলা ভূমি অফিস, শার্শা, যশোর সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ০৮(আট) টি সিসি ক্যামেরা স্থাপন।
০৬. জনসাধারণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার লক্ষ্যে ১০০% ই-নামজারি সেবা চলমান।
০৭. বিগত এক বছরে এ উপজেলায় ৪৮(আটচল্লিশ) টি ভূমিহীন পরিবারকে ০৩.১০ একর খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়।
০৮. যাদের জমি আছে (১-১০ শতাংশ জমি) কিন্তু অত্যন্ত জরাজীর্ণ ঘরে বসবাস করে এরুপ ১৯৫ টি পরিবারের অনুকূলে ঘর নির্মাণ কাজ চলমান।
০৯. বেনাপোল ইউনিয়ন ভূমি অফিসের আধুনিক দ্বিতল ভবণ নির্মাণ। নির্মানাধীন
১০. ডিহি ইউনিয়ন ভূমি অফিসের আধুনিক দ্বিতল ভবণ নির্মাণ।
১১. বালুণ্ডা ইউনিয়ন ভূমি অফিসের আধুনিক দ্বিতল ভবণ নির্মাণ। নির্মানাধীন
১২. লক্ষণপুর ইউনিয়ন ভূমি অফিসের আধুনিক দ্বিতল ভবণ নির্মাণ।