Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাধারণ আবেদনে বাংলা ১৪৩২ বঙ্গাব্দে জলমহাল ইজারা বিজ্ঞপ্তি
বিস্তারিত

ভূমি মন্ত্রণালয়ের, সায়রাত-১ অধিশাখার ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখের ৩১.০০.০০০০.০৫০.৬৮.০২০.০৯(অংশ-২).৬৯৪ নম্বর প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাধারন আবেদনে সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ এর 6 অনুচ্ছেদ অনুযায়ী যশোর জেলার শার্শা উপজেলাধীন ২০ (বিশ) একর পর্যন্ত আয়তন বিশিষ্ট নিম্ন তফসিলভূক্ত বদ্ধ জলমহালসমূহ বাংলা ১৪3২ সন হতে ১৪৩৪ সন (বাংলা ১৪3২ সনের ০১ বৈশাখ হতে ১৪৩৪ সনের ৩০ চৈত্র পর্যন্ত) ০৩(তিন) বছর মেয়াদে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির অনুমোদন সাপেক্ষে নিবন্ধিত ও প্রকৃত মৎস্যজীবী সংগঠন/সমিতি এর অনুকূলে ইজারা প্রদান করা হবে। সাধারণ আবেদনের আওতায় ইজারা লাভের জন্য কোন আগ্রহী সমিতিকে নিম্নোক্ত শর্ত অনুযায়ী নির্ধারিত আবেদন ফরমে আনুসঙ্গিক কাগজপত্রসহ সরাসরি jm.lams.gov.bd এই ওয়েবসাইটে ০১ মাঘ ১৪৩১ অর্থাৎ ১৫ জানুয়ারি ২০২৪ হতে ১৪ মাঘ ১৪৩১ অর্থাৎ ২৮ জানুয়ারি ২০২৪ এর মধ্যে আবেদন দাখিল করতে হবে। ১৪ মাগ ১৪৩1 অর্থাৎ 28 জানুয়ারি ২০২৪ থেকে পরবর্তী ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে অনলাইনে দাখিলকৃত আবেদনের প্রিন্টেড কপি ও জামানতের মূলকপি সীলগালা মুখবদ্ধ খামে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, শার্শা, যশোর এর অফিসকক্ষে দাখিল করতে হবে। বিস্তারিত তথ্য jm.lams.gov.bd হতে জানা যাবে।

প্রকাশের তারিখ
06/01/2025
আর্কাইভ তারিখ
14/01/2027